
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকসভার পর বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গত ১০ বছরে এনডিএ সরকারের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে প্রণাম জানিয়ে মোদি বললেন, 'গত ১০ বছরে আমরা যা কাজ করেছি, আগামী দিনগুলিতে আরও বেশি করে করা হবে। আমাদের এক দশকের সরকার আরও দু’দশক চলবে। তৃতীয় এনডিএ সরকার দেশকে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে দেবে। আগামী পাঁচ বছরে হবে দারিদ্রের বিরুদ্ধে লড়াই। গত দশ বছরে যা হয়েছে তা হল ‘অ্যাপেটাইজ়ার’। এবার ‘মেন কোর্স’ শুরু হবে।'
সংবিধান নিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি মোদি। তাঁর কথায়, 'যাঁরা আজ সংবিধানের বই তুলে প্রতিবাদ করছেন, তাঁরাই সংবিধান দিবস পালন করতে দেননি। আমি যখন ২৬ নভেম্বর সংবিধান দিবস চালুর প্রস্তাব দিয়েছিলাম, তখন বিরোধীরাই আপত্তি করেছিলেন। সংবিধান নিয়ে দেশের মানুষকে সচেতন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চাই।'
প্রধানমন্ত্রীর ভাষণের শুরু থেকেই বিরোধীরা আওয়াজ তুলতে থাকেন। 'ঝুট ঝুট' রব ওঠে রাজ্যসভায়। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে কথা বলার সুযোগ দেওয়ার দাবি তোলেন বিরোধীরা। বিরোধীদের দাবিকে নাকচ করে দেন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এরপর ইন্ডিয়া জোটের সাংসদরা ওয়াকআউট করে বেরিয়ে যান।
বিরোধী সাংসদদের এই আচরণের তীব্র নিন্দা করেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনখড় বলেন, 'রাজ্যসভার ঐতিহ্যের অপমান করলেন বিরোধীরা। সংবিধানকে অপমান করলেন এঁরা। আমি এই আচরণের নিন্দা করছি।' উপরাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী বিরোধীদের আক্রমণ করে ফের বলেন, 'আসলে এঁদের কাজ হল স্লোগান দেওয়া আর হট্টগোল করা। আর ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে।'
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও